ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মিছিল

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মিছিল বিক্ষোভ মিছিল/ ছবি: বাংলানিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল শাখা।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে মিছিলটি বের করেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলটি পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় থেকে শুরু হয়, নয়াবাজার মোড় হয়ে বংশাল থানার সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন- শাখা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম ইমন, মনিরুজ্জামান খান মনির, এ বি এম বাকী জুয়েল, আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাখাওয়াত হোসাইন, আবুল খায়ের ফরায়েজী, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
ডিআর/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।