ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ওসমানীনগর নির্বাচনে ‘ইলিয়াস ইস্যু’কে সামনে আনছে বিএনপি

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
ওসমানীনগর নির্বাচনে ‘ইলিয়াস ইস্যু’কে সামনে আনছে বিএনপি

সিলেট: আর মাত্র তিন দিন। আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে সিলেটের নবগঠিত ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ। এই নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণায় নেমেছে শীর্ষস্থানীয় দল বিএনপিও।

নির্বাচনের আগে ২৬ ফেব্রুয়ারি ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী ও তাদের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রাণঘাতী সহিংসতা নৌকার প্রচারণায় ধাক্কা দিলেও উল্টো এ ঘটনাকে সামনে এনে মাঠে নেমেছে বিএনপি। এর সঙ্গে তারা সামনে ‍আনছে দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ থাকার ইস্যুটিও।


 
নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে ২৬ ফেব্রুয়ারি সকালে নৌকা প্রতীকধারী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ঘোড়া প্রতীকধারী দলটির বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ এবং গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে দু’জনের প্রাণহানি পর্যন্তও হয়।

এই সহিংসতা ক্ষমতাসীন দলকে খানিকটা চাপে ফেলেছে বলে মনে করছেন দলটির উপজেলার নির্বাচন পর্যবেক্ষকরা। তারা বলছেন, এই চাপের ফায়দা লুটছে বিএনপি। তারা প্রচারণার পালে হাওয়া লাগাতে চাইছে ইলিয়াসের নিখোঁজ ইস্যুকে সামনে এনেও।

বিএনপি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মইনুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় থাকা নেতাকর্মীরাও জানাচ্ছেন, তারা এখন ইলিয়াস ‘গুম’ ইস্যু ও ২৬ ফেব্রুয়ারির সহিংসতায় জোড়া খুনের ইস্যুটি প্রচারণায় প্রাধান্য দিচ্ছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় ভোটারদের কাছে ‘আওয়ামী লীগের কোন্দল ও তার জেরে হত্যাকাণ্ড’ তুলে ধরছেন।

গত ২২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। ওসমানীনগরের আটটি ইউনিয়নে একাধিক সভা করে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর জন্য ভোট চেয়েছেন তিনি।  

এছাড়া ধানের শীষের প্রতীকের পক্ষে একযোগে কাজ করছেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমথর্করা।

প্রচারণার বিষয়ে ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম বাংলানিউজকে বলেন, ইলিয়াস আলী সিলেটের মানুষের হৃদয়ের স্পন্দন। বিশেষ করে বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর এলাকার মানুষের প্রিয় এই নেতাকে ‘গুম’ নামক কারাগার থেকে ছাড়িয়ে আনতে মানুষ বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবে।  

ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এইচ টি এম ফখর উদ্দিন বাংলানিউজকে বলেন, সরকার দলের হানাহানির জন্য এই জনপদের মানুষ আতঙ্কিত। তাই ভোটাররা বিএনপি প্রার্থীর পক্ষে রায় দেবেন।

উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী ময়নুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ ইলিয়াস আলীর ‘গুমের’ জবাব ভোটাররা ভোটের মাধ্যমে দেবেন।  

এ উপজেলায় চেয়ারম্যান পদে আরও লড়বেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান, দলটির বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু (ঘোড়া প্রতীক)। এছাড়া, লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন শিব্বির আহমদ।

এ দিকে, নির্বাচনের আগে সহিংসতা হওয়ায় আতঙ্কের কথাও জানাচ্ছেন এই জনপদের ভোটাররা। ভোটারদের মতে, সংঘর্ষ  ও প্রাণহানির ঘটনায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রে এর প্রভাব পড়তে পারে।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।