ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির তিন নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
বরিশালে বিএনপির তিন নেতা বহিষ্কার

বরিশাল: বরিশালের বানারীপাড়া পৌর বিএনপির বর্তমান ও সাবেক সভাপতিসহ তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) রাতে বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ শাহীন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

আবুল কালাম আজাদ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বানারীপাড়া পৌর কমিটির সভাপতি গোলাম মাহামুদ মাহাবুব মাস্টার, উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাছান আলী ও বানারীপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য খলিলুর রহমান চৌকিদারকে স্ব স্ব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, বহিষ্কৃতরা দীর্ঘদিন যাবত দলের গঠনতন্ত্র ঘোষণাপত্র অমান্য করে আসছেন।

দলের অভ্যন্তরে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। তাদের বিরুদ্ধে বানারীপাড়া পৌর বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ইতিপূর্বে লিখিত অভিযোগও করেছিলেন। জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে মৌখিক ও লিখিতভাবে অনেকবার সংশোধন হতেও বলা হয়েছে।

বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সভাপতি এবায়দুল হক চান বাংলানিউজকে জানান, সর্বশেষ বানারীপাড়া উপজেলা উপ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে সভা করে বিপক্ষে অবস্থান নেন। তাদের বিরুদ্ধে সংগঠন বিরোধী এসব অভিযোগের কারণেই বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এমএস/এনটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।