ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

উপজেলা নির্বাচন

ওসমানীনগরে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
ওসমানীনগরে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার (০৪ মার্চ) মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ০৬ মার্চ ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে উপজেলার ভোট কেন্দ্রসহ আশপাশ এলাকায় মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জারিকৃত পরিপত্রের নির্দেশনার আলোকে শনিবার (০৪ মার্চ) থেকে রোববার (০৬ মার্চ) পর্যন্ত ভোটকেন্দ্র ও আশপাশ এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই উপরোক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে। নিষেধাজ্ঞা ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।