ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জিয়ার মাজারে সাংবাদিকদের ওপর চড়াও বিএনপি নেতাকর্মীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
জিয়ার মাজারে সাংবাদিকদের ওপর  চড়াও বিএনপি নেতাকর্মীরা

ঢাকা: জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন গাজীপুর বিএনপি জেলা কমিটির নেতাকর্মীরা।

আজ বুধবার দুপুরে গাজীপুর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সদস্যরা দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে যান।



এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ব্রিগেডিয়ার হান্নান শাহ (অব.) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গাজীপুর জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

মাজারে ফুল দিয়ে ফেরার পথে সাংবাদিকরা হান্নান শাহর সাক্ষাৎকার নিতে গেলে গাজীপুরের জেলা বিএনপির নেতাকর্মীরা তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তা হাতাহাতির রূপ নেয়।

ফজলুল মিলন দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয়পক্ষকে শান্ত করেন।

তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের আশ্বাস দিয়ে বলেন, ‘জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad