ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চট্টগ্রামে গ্রেপ্তার হিযবুত তাহরীরের দু’সদস্য রিমান্ডে

স্টাফ করেসপনডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামে পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের গ্রেপ্তার হওয়া দু’সদস্যের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নগরীর পাঁচলাইশ থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় আজ বুধবার তাদের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুনতাসীর মামুন।

গত শনিবার তাদের সাতদিনের রিমান্ড চেয়ে পুলিশের পক্ষে আবেদন জানানো হয়।  

হিযবুত তাহরীরের এ দু’জন সদস্য হলেন, আনোয়ার পারভেজ শিকদার (২২) ও মো.হাবিউল্লাহ হাবিব (২২)। উভয়েই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর তড়িৎ প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘সোমবার রিমান্ড শুনানির কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি। আজ শুনানি শেষে আদালত দু’জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ’

এর আগে গত শুক্রবার নগরীর বাদশা মিঞা রোডের সানাই কমিউনিটি সেণ্টারের সামনে হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর সময় পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। ওইদিনই পাঁচলাইশ থানা পুলিশ গ্রেপ্তার হওয়া এ দু’জনসহ চুয়েটের তিন ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করে।  

বাংলাদেশ সময়: ১৮০০ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।