ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মামলার ভয় না থাকায় যা খুশি বলতে পারছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
মামলার ভয় না থাকায় যা খুশি বলতে পারছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল

ঢাকা: মামলার ভয় না থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা আসছে তাই বলতে পারছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জামায়াত-বিএনপি জড়িত ছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যে বক্তব্য দিয়েছেনÑতার প্রতিবাদ জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা কথা বললেই মামলা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর মুখে যা আসে তাই বলতে পারেন। কারণ তার বিরুদ্ধে কোনো মামলা হয় না। ’

ক্ষমতায় থাকাকালে জঙ্গি দমনে বিএনপি আইনের সহায়তা নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন ‘জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। বিএনপি সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল।

সম্প্রতি খালেদা জিয়ার নকল জন্ম দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ।

তাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান ফখরুল।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।