ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কূটনীতিকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
কূটনীতিকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতারি

ঢাকা: কুটনীতিকদের সম্মানে বুধবার ইফতার পার্টির আয়োজন করেন বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া।

হোটেল র‌্যাডিসনে আয়োজিত এ ইফতারিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদিআরব, পাকিস্তানসহ বিশ্বের ৩০টি দেশের কুটনীতিকরা অংশ নেন।



খালেদা জিয়া বিকেল সাড়ে ৫টার পর পরই হোটেলে উপস্থিত হন। ইফতারি শুরুর আগে তিনি বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে কুটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ও যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স খালেদা জিয়ার পাশে বসেন। এসময় তাদের নিজেদের মধ্যে আলাপচারিতা করতে দেখা যায়।

বিএনপি’র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ছাড়াও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, কুটনীতিক ও বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও দলের সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।