ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দুয়েক দিনের মধ্যে সাঈদী ও কাশেমের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান মীর কাশেম আলীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা করার প্রস্ততি নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার এনবিআরের বোর্ড সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 
জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মীর কাশেম আলীর আয়কর সংক্রান্ত ফাইল কর অঞ্চল-৫ এ রয়েছে। কর ফাঁকির অভিযোগে আগামী দুয়েক দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা হতে পারে।
 
বোর্ড  সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ।

উল্লেখ্য, প্রচলিত আয়কর আইনে আয় গোপন করা, রিটার্ন জমা না দেওয়া ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলা করার বিধান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad