ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মজলুমের দিকে কলম ফেরান: সাংবাদিকদের উদ্দেশে জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
মজলুমের দিকে কলম ফেরান: সাংবাদিকদের উদ্দেশে জামায়াত

ঢাকা: সাংবাদিকদের কলম মজলুমের (নির্যাতিত) দিকে ফেরানোর আহ্বান জানিয়েছে বালাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার জাতীয় প্রেসকাব মিলনায়তনে সাংবাদিকদের সম্মানে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ আহ্বান জানান।



মকবুল আহমাদ বলেন, ‘সরকারের অন্যায় অত্যাচারে দেশের মানুষ আজ মজলুম। যারা মিডিয়ার দিকপাল তাদের এক-কলম লেখায় মানুষের মন এদিক সেদিক হয়। দয়া করে আপনাদের কলম একটু মজলুমের দিকে ফেরান। ’

মকবুল আহমাদ বলেন, ‘ওপারে যদি হিসাব না হয়, তাহলে যারা ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে চাচ্ছে তারাও বেঁচে গেল, আমরাও বেঁচে গেলাম। আর যদি হিসাব হয় তাহলে তাদের (ধর্ম থেকে যারা রাজনীতি আলাদা করতে চায়) পরিণতি কী হবে তা একবার ভেবে দেখা উচিত। ’

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘এ পবিত্র রমজানে সাংবাদিকদের উচিত তাদের লেখনীর মাধ্যমে এ সত্যকে প্রতিষ্ঠা করা যে ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতি। ’

ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাদেক খান, আব্দুল হাই সিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমীন গাজী, সাধারণ সম্পাদক এমএ  আজীজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি  আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।