ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের চিফ ডিফেন্স কাউন্সেল নিযুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের চিফ ডিফেন্স কাউন্সেল নিযুক্ত

ঢাকা: শীর্ষ পাঁচ নেতার মামলা পরিচালনার জন্য দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে ‘চিফ ডিফেন্স কাউন্সেল’ নিযুক্ত করেছে জামায়াত।

বুধবার এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দলটির প্রচার বিভাগ।



দলের আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার পক্ষে আইনি লড়াইয়ের জন্য ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের এই নিয়োগ।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আইনজীবীদের একটি প্যানেলকে সঙ্গে নিয়ে দলের শীর্ষ নেতাদের আইনি সহায়তা দেবেন। মামলা পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, জামায়াত নেতারা গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাদের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময় ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।