ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নাগরিক জীবনে শান্তির আলামত নেই: এমাজউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
নাগরিক জীবনে শান্তির আলামত নেই: এমাজউদ্দিন

ঢাকা: নাগরিক জীবনে শান্তির আলামত নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ।  

শনিবার (১৭ জুন) ঢাকার তোপখানা রোডে হোটেল এশিয়ায় প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

এমাজউদ্দিন বলেন, সরকারের কথা শুনলে মনে হয় দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে।

যেকানে ২২ থেকে ২৩ ভাগ লোজ দারিদ্র সীমার নিচে বসবাস করে আর ৩৫ থেকে ৪০ ভাগ লোক অশিক্ষিত। তারপর স্বাস্থ্য ও শিক্ষা খাতে এবারের বাজেটে বরাদ্দ কম। এ বাজেট জনগণের জন্য হতে পারে না।

তিনি আরো বলেন, আগে সুষ্ঠু ও দুর্নীতিহীন ভোটের ব্যাবস্থা করে তারপর জনগণকে ভোটের জন্য বলেন। জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে না পারেন তাহলে সরকারের মর্যাদা কিভাবে রক্ষা হবে?

সমাজ অগ্রগতি লাভ করেছে কিন্তু তাতে ধনীরা ধনী এবং গরিবরা দিন দিন হত দরিদ্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে পিএনপি'র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ।

এছাড়া পিএনপি'র মহাসচিব আহমেদুর রহমান, যুগ্ম মহাসচিব কামরুল হাসান হৃদয় প্রমুখ।

এ সময় বক্তারা আগের সংসদ নির্বাচনকে ভোটহীন নির্বাচন বলে অভিযুক্ত করেন এবং সরকারকে সুষ্ঠু ও  দুর্নীতিহীন নির্বাচন পরিচালনার আহ্বান জানান। এছাড়া এ বছরের বাজেটকে গণবিরোধী বাজেট বললেন তারা।

বক্তারা পিএনপির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮, জুন ১৭, ২০১৭
এমএএম/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।