ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত বাংলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: কাশেম হারুন-বাংলানিউজ

ঢাকা: বিএনপি নেতারা সরকারকে বারবার আন্দোলনের হুমকি দিয়ে আসছেন। গত আট বছরে আট মিনিটও রাস্তায় আন্দোলন করতে পারেননি, রাস্তা গরম করতে পারেননি তারা। এই ব্যর্থতার দায়ে বিএনপির সব নেতাকে দল থেকে পদত্যাগ করা উচিত। 

সম্প্রতি মির্জা ফখরুলের দেওয়া এক বক্তব্যের প্রেক্ষিতে শুক্রবার (০৪ আগস্ট) বাংলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।  

শেখ কামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (০৩ আগস্ট) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সভ্য ও গণতান্ত্রিক দেশ হলে সংবিধানের ষোড়শ সংশোধনীর পর আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতো।  

এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, তার (মির্জা ফখরুল) মনের জ্বালা আমরা বুঝি। আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়ে এসব কথা বলছেন তিনি।  

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে বলতে চাই, মানুষের শক্তি যত কমে যায় তার মুখে বিষ তত উগ্র হয়ে ওঠে। তাদের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে আর মুখের বিষ উগ্র হয়ে উঠছে। ’

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন দেশের বাইরে, ভাইস চেয়ারম্যান দেশের বাইরে। তারা এখন টেমস নদীর পাড়ে চোরাবালির ষড়যন্ত্র খুঁজছেন। পঁচাত্তর সালের পর বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় সরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকারের জনপ্রিয়তায় তারা ঈর্ষান্বিত।  

মির্জা ফখরুলের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, কোন দিকে ইঙ্গিত করে কথা বলছেন? বাংলাদেশ পাকিস্তান নয়। পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ দুই একটি ঘটনায় স্থিমিত হওয়ার দল নয়। শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের গণভিত অনেক শক্তিশালী।  

‘আন্দোলন করে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না। আমাদের প্রতিজ্ঞা এখনও দুর্বল হয়নি। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আপনাদের মনের ব্যথা আমরা বুঝি। বারবার আন্দোলনের ডাক দিয়ে মরা গাঙে জোয়ার আনতে পারেননি। মাস যায়, বছর যায় আষাঢ়ের তর্জন গর্জনই সাড়। আন্দোলন হবে কোন বছর জানতে চাই?’
 
ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, শেখ কামাল তোমাদের রোল মডেল। ৪২ বছর পরও শেখ কামাল তরুণ সমাজের জন্য প্রাসঙ্গিক, অনুসরণীয় ও অনুকরণীয়। তিনি আমাদের রোল মডেল। জাসদের প্রচণ্ড দাপটের মধ্যেও শেখ কামাল ছাত্রলীগকে সংগঠিত রেখেছিলেন।
 
আয়োজক সংগঠন ছাত্রলীগের সভাপতি সাইফুজ্জামান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা র আ ম ওবায়দুল মুক্তাদির, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সংগঠনটির ঢাবি শাখার  সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭/আপডেট: ১৩৩৬ ঘণ্টা
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।