ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মামলায় বিলম্ব করতে বিদেশ গেছেন খালেদা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
মামলায় বিলম্ব করতে বিদেশ গেছেন খালেদা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলার কার্যক্রম বিলম্ব করতে বিদেশে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (৫ আগস্ট) বিকেলে সাভার হেমায়েতপুরের তেঁতুলঝোড়,ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

অ্যাডভোকেট কামরুল বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া মামলা থেকে বাঁচতে চিকিৎসার নামে লন্ডনে গিয়ে ছেলের সঙ্গে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

কিন্তু বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

তিনি বলেন, বিএনপি যতো কথাই বলুক না কেনো? নিজেদের পিঠ বাঁচাতে তারা আগামী একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেবেই। তাই এবার জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমরাও চাই বিএনপি নির্বাচনে আসুক।

বিএনপি পেছনের দরজা দিয়ে আন্দোলন শুরু করতে চাইছে বলেও অভিযোগ করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, তবে সরকারের বিরুদ্ধে তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।  

সভায় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
এসএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।