ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শিবচরে বিএনপি-যুবদলের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
শিবচরে বিএনপি-যুবদলের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মৃধাসহ ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (৬ আগস্ট) জেলা জজ আদালতে তাদের জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন। জামিনের জন্য ৮ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে শুক্রবার বিএনপির সদস্য সংগ্রহের ফরম বিতরণের সময় উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মৃধাসহ ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার কারাগারে পাঠায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই সব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।