ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ছাত্রমৈত্রী নেতার ওপর হামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
রাজশাহীতে ছাত্রমৈত্রী নেতার ওপর হামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর সরকারি বরেন্দ্র কলেজে ছাত্রমৈত্রীর নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (০৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

হামলায় গুরুতর আহত কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রমৈত্রীর কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অভিকে (১৮) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাত্রমৈত্রী টেন্টের বেঞ্চ দখলের চেষ্টা চালায় ছাত্রলীগ কর্মীরা।

বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষকে অভিযোগ করলে ছাত্রলীগ কর্মীরা আরও ক্ষিপ্ত হয়।  

পরে দুপুর সাড়ে ১২টার দিকে একা পেয়ে ছাত্রলীগের ১০-১৫ জন কর্মী অভির ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন অভি। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা জানান, হামলার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।  

নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‍াংলানিউজকে  জানান, হামলার খবর পেয়ে কলেজে পুলিশ পাঠানো হয়। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।  

অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।