ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পাকুন্দিয়ায় সাবেক আইজিপি নূর মোহাম্মদের গণসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
পাকুন্দিয়ায় সাবেক আইজিপি নূর মোহাম্মদের গণসংযোগ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে গণসংযোগ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন পুলিশের সাবেক মহা-পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের চেষ্টা করছেন।

রোববার (০৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।

 

এদিন তিনি যেখানেই গেছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে বরণ করে নিয়েছেন। এসময় তিনি সরকারি দপ্তরগুলোতে মানুষ যাতে সেবা পায় সে বিষয়টি নজরদারি করতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাকুন্দিয়ার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, পাটুয়াভাঙা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন ও জালাল উদ্দিন বাচ্চু, বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুদ্দিন মৃধা, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল মিয়া, যুবলীগ নেতা বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা গণসংযোগের সময় নূর মোহাম্মদের সঙ্গে ছিলেন।

পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, শোকের মাস আগস্টের পুরোটা সময়ই কটিয়াদী ও পাকুন্দিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবো।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।