ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিকরগাছায় দুর্বৃত্তদের হামলায় আ'লীগ কর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
ঝিকরগাছায় দুর্বৃত্তদের হামলায় আ'লীগ কর্মী খুন

যশোর: যশোরের ঝিকরগাছায় ওমর আলী মোড়ল (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (০৬ আগস্ট) রাত ৯টার দিকে ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা-হাড়িয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওমর স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী এবং পেশায় কৃষক।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বাংলানিউজকে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আটকে অভিযান চলছে।

নিহতের ছেলে মিন্টু মোড়ল বাংলানিউজকে বলেন, স্থানীয় সন্ত্রাসী লিটন, রিপন, আশা, ওহাব, মন্টুসহ কয়েকজনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে তারা ক্ষিপ্ত ছিল। একপর্যায়ে রোববার রাত ৯টার দিকে ওই সন্ত্রাসীরা বাবাকে ধারালো রামদায়ের উল্টো পাশ দিয়ে উপুর্যুপরি আঘাত এবং পিটিয়ে আহত করে। এসময় তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।