ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাইমুড়ীতে সাজাপ্রাপ্ত শিবির কর্মী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
সোনাইমুড়ীতে সাজাপ্রাপ্ত শিবির কর্মী গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কামাল হোসেন (২৫) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কামাল বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের মজিবুল হকের ছেলে।

তিনি স্থানীয় এলাকার একজন সক্রিয় শিবির কর্মী।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বগাদিয়া গ্রামে অভিযান চালিয়ে কামালকে গ্রেফতার করা হয়। তিনি একটি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।