ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রুয়েটের ১২ শিবিরকর্মী কারাগারে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
রুয়েটের ১২ শিবিরকর্মী কারাগারে

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্র শিবিরের ১২ কর্মীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (০৮ আগস্ট) সকালে নগরীর ভদ্রা এলাকার একটি বাসা থেকে তাদের আটক করে বিকেলে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাব্বি হোসাইন, সাইফুল ইসলাম, আল-আমিন, মতিউর রহমান, গোলাম রব্বানী, সেফাউল হক, হায়দার আলী, শাকিব আহম্মেদ, সালমান, জিহাদুল ইসলাম, তৌহিদুর রহমান ও আশফিয়া খান।

তারা সবাই রুয়েটের বিভিন্ন বিভাগের ছাত্র।  

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভদ্রা এলাকার একটি বাসা ঘেরাও করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাদের ধাওয়া করে ১২ জনকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
টিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।