ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ’লীগ নেতার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ’লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবুল মিয়া (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (০৯ আগস্ট) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের শৈলজানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের শৈলজানি গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে এবং ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে নিজের মুরগির ফার্মে কাজ করছিলেন বাবুল মিয়া। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।