ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কুবিতে দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
কুবিতে দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর কুবিতে দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে ছাত্রশিবির সন্দেহে মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (৯ আগস্ট) দুপুরে শিবির বিরোধী বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের একটু দূরে দুই শিক্ষার্থীকে মারধর করা হয়।

জানা যায়, সিলেটে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ক্যাম্পাসে শিবির বিরোধী বিক্ষোভ করে শাখা ছাত্রলীগ।

বিক্ষোভ শেষে গণিত ৯ম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমানকে বাস থেকে নামিয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে চায়ের দোকানের পাশে নিয়ে আসে ছাত্রলীগ কর্মীরা। পরে তাকে বেধড়ক পেটাতে থাকে ছাত্রলীগ কর্মী বিদ্যুৎ (পদার্থ বিভাগ), এআইএস বিভাগের দ্বীন ইসলাম লিখন, শাহাদাৎ হোসেন সৌরভ, মাসুদ প্রমুখ। এ সময় পাশে দাঁড়িয়ে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

পরে ওই শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতারা জিজ্ঞাসাবাদের সময় ঘটনাস্থলে আসেন প্রক্টর মো. কাজী কামাল ও সহকারী প্রক্টর খলিলুর রহমান। এসময় আহত আব্দুর রহমানকে সিএনজি চালিত অটোরিকশায় করে পাঠিয়ে দেন প্রক্টর। এ ঘটনার পরে ইংরেজী বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মনিরুল ইসলামকে শিবির সন্ধেহে মারধর করে ছাত্রলীগ কর্মীরা।

তবে যাদের মারধর করা হয়েছে তারা কেউই ছাত্রশিবিরের সঙ্গে জড়িত না বলে সাংবাদিকদের জানান ভুক্তভোগীরা।

কেন তাদের মারা হলো এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রশিবির নামধারী হয়ে নাশকতা করবে তাদের বিষয়ে ছাত্রলীগ কঠোর অবস্থান নিবে।

এ ঘটনা জানতে চাইলে প্রক্টর মো. কাজী কামাল বাংলানিউজকে বলেন, মারধরের ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি চলছে।

এ সময় আহত একটি ছেলেকে আমি সিএনজি চালিত অটোরিকশায় পাঠিয়ে দেই। মারধরের শিকার হওয়া শিক্ষার্থী শিবির করে কিনা জানি না। তবে ওই শিক্ষার্থী যদি অভিযোগ করে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।