ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আশুলিয়া থানা যুবলীগের যৌথসভা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
আশুলিয়া থানা যুবলীগের যৌথসভা অনুষ্ঠিত আশুলিয়া থানা যুবলীগের যৌথসভা অনুষ্ঠিত

আশুলিয়া, সাভার: নবগঠিত আশুলিয়া থানা যুবলীগের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক এ সভা অনুষ্ঠিত হয়।

আশুলিয়া বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে এ সভায় সভাপতিত্ব করেন থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার।

 

যৌথসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান।  

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরোজ কবির, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হায়দার ও আশুলিয়া থান স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. শহীদুল্লাহ মুন্সী।  

এসময় আরো উপস্থিত ছিলেন নবগঠিত আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. মঈনুল ইসলাম ভূঁইয়া।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।