ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি সংশোধনী না পড়ে অন্ধকারে ঢিল ছুড়ছে’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
‘বিএনপি সংশোধনী না পড়ে অন্ধকারে ঢিল ছুড়ছে’  নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট অভিযান পরিদর্শনে গিয়ে কথা বলছেন ওয়বাদুল কাদের

নারায়ণগঞ্জ: ষোড়শ সংধোশনী না পড়েই বিএনপি অন্ধকারে ঢিল ছুড়ছে বলে মন্তব্য  করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে দলীয়ভাবে আমাদের আইনমন্ত্রী বক্তব্য দিয়েছেন। আমি নিজে এখনো ষোড়শ সংশোধনীর ৭৯৯ পৃষ্ঠা ভালোভাবে পড়িনি, আমি নিজেও সম্পূর্ণ পড়তে চাই।

আমি এটি পড়ে আমাদের দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে এ ব্যাপারে আলাপ করবো তারপর আমি নিজেও এ ব্যাপারে কথা বলবো। আর বিএনপি রায় বের হবার পর থেকেই না পড়ে অন্ধকারে ঢিল ছুড়েই যাচ্ছে।  

তিনি বলেন, ষোড়শ সংশোধনীতে অনেক কিছুই আছে আমাদের দ্বিমত করার মত, কিন্তু রায়ে পদত্যাগের মত কোনো বিষয় আছে বলে আমার জানা নেই। আমার মনে হয় বিএনপি এ রায়ের পর তাদের হারানো সিংহাসন ফিরে পাবার রঙিন স্বপ্ন দেখতে দেখতে তারা মাতোয়ারা হয়ে পড়েছে। তাদের এ রঙিন স্বপ্ন ফাঁপানো বেলুনের মত শিগগিরই চুপসে যাবে। বিএনপির এখানে মনে মনে মনকালা খাওয়া ছাড়া আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সব হারিয়ে এখন এতোটাই দিশেহারা তারা, জনগনকে আন্দোলনে না পেয়ে তাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে এখন তারা চক্রান্তে ঠেলে দিচ্ছে।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন টোলপ্লাজায় বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্ট অভিযান পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।  

ওবায়েদুল কাদের বলেন, গত ১৬ আগস্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনের নির্দেশে আমরা এ অভিযান পরিচালিত করছি, আজকেও যশোর খুলনাসহ বিভিন্ন জেলায় এ অভিযান পরিচালিত হচ্ছে। যতদিন পর্যন্ত বাম্পার সংযোজন করা থাকবে ততদিন আমরা এ অভিযান পরিচালিত করবো। বিআরটিএ মোবাইল কোর্ট থাকবে, আজকেও কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি বলেন, কুরবানির পশু বহনকারী পরিবহনের একটা আলাদা চাপ। এবারের ঈদ উপলক্ষে মহাসড়কের উপরে কোনো গরুর হাট বসবেনা এটাই আমাদের সিদ্ধান্ত। বাংলাদেশের কোনো জেলায়ই মহাসড়কে বা সড়কের পাশে গরুর হাট বসানো যাবেনা এবং ফিটনেসবিহীন কোন গাড়িতে কুবানির পশু বহন করার ব্যাপারে আমাদের নিষেধাজ্ঞা আছে।  কারণ ফিনটেসবিহীন গাড়ি পশু পরিবহন করলে রাস্তায় বিকল হয়ে যায় ফলে পথে লম্বা যানজটের সৃষ্টি হয়।

তিনি আরো বলেন, ঈদের আগে ও পরে তিন চারদিন সিএনজি স্টেশন বন্ধ থাকবে এবং এ ব্যাপারে অনুশাসন থাকবে। তবে পচনশীল দ্রব্য, ওষুধ এবং গার্মেন্টস ও খাবার সামগ্রী আওতার বাইরে থাকবে। তাছাড়া ঈদের আগে তিনদিন ও ঈদের পরে একদিন আমরা অনুশাসন দিয়েছি যেমন ট্রাক, লরি ও কাভার্ডভ্যান এগুলো কোনো ভাবেই ভারী পণ্য পরিবহন করতে পারবেনা।  

হুটহাট ছুটি না নিয়ে দুই বা তিন পর্যায়ে ছুটি নিলে সড়কে বাড়তি চাপ পড়বেনা। এ জন্য আমরা গার্মেন্টস মালিকদের কাছে অনুরোধ করবো যেন রোজার ঈদের মত দু’তিন ধোপে ছুটি দেন। কারণ ঈদে ঢাকার বাইরে একসঙ্গে প্রায় ৮০ লাখ লোক যান, তাই আমি আশা করি সবাই যেন ধৈর্য্য ধারন করেন, কারণ রোজার ঈদের মত আমরা এবারও ভালো ব্যবস্থা করেছি আশা করি তেমন কোনো সমালোচনা হবেনা। তবে ভারী বর্ষণ হলে সড়ক ঠিক রাখা খুবই কঠিন বলে তিনি যোগ করেন।

মন্ত্রী বলেন, একটা ভালো নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন আমরা উপহার দেবো। সবার অংশগ্রহনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বিএনপিকে অহেতুক এসব রঙিন স্বপ্ন না দেখে নির্বাচনের পথে আসার জন্য, নির্বাচনে অংশগ্রহনের আহবান জানাবো। এ সরকারের উন্নয়নে, অর্জনে দেশের মানুষ খুশি। তারা বুঝতে পেরেছে নির্বাচনে তারা জয়ী হতে পারবেনা আর এ চিন্তায় তারা কখনো আদালত, কখনো বিদেশিরা তাদের ক্ষমতায় বসাবে এ স্বপ্ন দেখছে, এ স্বপ্ন তাদের শিগগিরই চুপসে যাবে।

নিজ দলের বিষয়ে তিনি বলেন, দলের মনোনয়ন পেতে সকলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। আমাদের সকলের মার্কা নৌকা, দলের সকল সমস্যা সমাধানের কাজ চলছে। একটি বড় দলে কাজ করলে সকলেরই মনোনয়ন পাবার স্বপ্ন থাকবে কিন্তু মনোনয়ন দেওয়ার পর সবাই একসঙ্গেই কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
বিএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।