ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব বিএনপি চেয়ারপারসন খ‍ালেদা জিয়া

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৮ আগস্ট) কর অঞ্চল ৮-এর কর কমিশনার মোহা. আবু তাহের চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তার ব্যাংক হিসাব তলব করা হয়।

চিঠিতে আগামি সাতদিনের মধ্যে দেশের সকল তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, লিজিং, বিমা কোম্পানি, সঞ্চয় অধিদপ্তর এবং সকল ডাকঘরগুলোকে তথ্য পাঠাতে বলা হয়।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১১৩ (এফ) ধারা অনুসারে ২০১০ সালের ১ জুলাই থেকে চিঠি পাওয়ার দিন পর্যন্ত পরিচালিত সব ধরনের লেনদেনের হিসাব বিবরণী সংগ্রহ করে কর অঞ্চল ৮-এর কর সার্কেল ১৬৩ উপকর কমিশনারের কাছে পাঠাতে বলা হয়েছে।

এর আগে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের ২৫ এপ্রিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের গোয়েন্দা শাখা (সিআইসি)। পরে একই বছরের শেষের দিকে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উন্মুক্ত হলে খালেদা জিয়ারগুলো হয়নি।

পরে অবশ্য খালেদা জিয়া ব্যাংক হিসাব খুলে দেওয়ার আবেদন করেন। কিন্তু খালেদা জিয়ার আবেদন এনবিআর পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য কর ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। পরে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এরপর আর আলোর মুখ দেখেনি সাবেক এ প্রধানমন্ত্রীর কর ফাইল।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসই/এসজে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।