ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে শিবিরের সভাপতিসহ আটক ৫০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে শিবিরের সভাপতিসহ আটক ৫০

বাগেরহাট: বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি শামীম আহসানসহ (৩০) ৫০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবগাত রাত থেকে শুক্রবার (১১ আগস্ট) সকাল পর্যন্ত জেলার নয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বাংলানিউজকে জানান, জঙ্গি, চরমপন্থী, মাদক ব্যবসায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে ৬ আগস্ট থেকে নয়দিনের বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১২ জন, মোরেলগঞ্জ থেকে ১০, ফকিরহাট থেকে পাঁচজন, চিতলমারী থেকে দু’জন, শরণখোলা থেকে পাঁচজন রামপাল থেকে চারজন, মোংলা থেকে ছয়জন কচুয়া থেকে দু’জন ও মোল্লাহাট থেকে চারজনকে আটক করা হয়েছে।

এ নিয়ে গত পাঁচদিনে জেলার নয় উপজেলায় সর্বমোট ২৬৯ জনকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।