ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

তালায় ১০ শিবির নেতাকর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
তালায় ১০ শিবির নেতাকর্মী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় ১০ শিবির নেতাকর্মীকে আটক করেছে পু‌লিশ।

শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পাটকেলঘাটা থানার আমিনিয়া মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, সরকার বিরোধী আন্দোলনের লিফলেট, ল্যাপটপ, চাঁদা আদায়ের রশিদ বই ও মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন- তালা উপজেলার পাটকেলঘাটা থানা শিবিরের সভাপতি মেহেদী হাসানসহ ইমামুল হোসেন, ইয়াছিন আরাফাত, মাছুম বিল্লাহ, নাজমুল হোসেন, আশরাফুল ইসলাম, হারুন সরদার, নাজমুল হাসান, হাদিবুল ইসলাম ও খোকন হোসন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উজ্জ্বল মিত্র বাংলা‌নিউজকে জানান, আমিনয়া মাদ্রাসায় শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চা‌লিয়ে ১০ শিবির নেতাকর্মীকে আটক করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।