ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘সমস্ত শকুন একদিকে হয়েছে মরণ আঘাত হানার জন্য’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
‘সমস্ত শকুন একদিকে হয়েছে মরণ আঘাত হানার জন্য’ বক্তব্য রাখছেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, সমস্ত শকুন একদিকে হয়েছে মরণ আঘাত হানার জন্য। আমার নেত্রী শেখ হাসিনার উপর আল্লহর রহমত আছে বলে আমি বিশ্বাস করি। সুতরাং ষড়যন্ত্রকারীরাও শেখ হাসিনার কোন ক্ষতি করতে পারবে না। আমি শুধু স্পষ্ট বলতে চাই, যে শকুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে নজর দেবে সেই শকুনদের টুটি চেপে ধরবে নারায়ণগঞ্জবাসী।’

শনিবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জাতীয় শোকদিবস উপলক্ষ্যে শোকর‌্যালির আগে অনুষ্ঠিত সমাবেশে শামীম ওসমান এসব কথা বলেন।

পরে তাঁর নেতৃত্বে কালো পতাকা সম্বলিত একটি বিশাল মিছিল শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে।

চাষাঢ়ায় সলিমুল্লাহ সড়কে ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চ থেকে শামীম ওসমান বক্তব্য রাখেন।

শোক র‌্যালি উপলক্ষ্যে সলিমুল্লাহ সড়কের চাষাঢ়া থেকে মিশনপাড়া পর্যন্ত ছিল হাজার হাজার মানুষের মিছিল। বিভিন্ন এলাকা থেকে লোকজন কালো পতাকা নিয়ে ওই মিছিলে হাজির হন।

শামীম ওসমান সভার শুরুতেই বলেন, ‘দেশে এখন ক্রান্তিকাল চলছে। ইচ্ছে ছিল আজকে সবাইকে নিয়ে র‌্যালি করবো সবাই এক মঞ্চে উঠবো। সবাইকে এ কারণে আমি দাওয়াতও করেছিলাম। আমার বড় ভাই মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ভাই, আদরের ছোট বোন স্নেহের আইভীকে ফোনে দাওয়াত করেছিলাম। আমার অনেক নেতাকর্মী ক্ষুব্ধ তারা কেন আসেনি এ কারণে। আমার মনে হয় হয়তো তারা ব্যক্তিগত কাজে আসতে পারেনি। তবে আমরা আগামীতে আবারও সমাবেশ করবো যেখানে সবাই একসঙ্গে থাকবো। ’

শামীম ওসমান বলেন, শেখ হাসিনা, শেখ হাসিনাই। বাংলাদেশ পাকিস্তান না। শেখ হাসিনা নওয়াজ শরীফও না। বাংলাদেশের মানুষ পাকিস্তানে বসবাস করে না। যদি কেউ মনে করে, পাকিস্তানের আদালত দিয়ে পাকিস্তানে যে অবস্থার সৃষ্টি হয়েছে তা বাংলাদেশেও একই পরিস্থিতি সৃষ্টি করা হবে-তাহলে তারা বোকার রাজ্যে বসবাস করছেন। দেশে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে।

শামীম ওসমান আরও বলেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র শুরু না হলে রূপগঞ্জে এত অস্ত্র পাওয়া যায় না। এ অস্ত্র সরকারকে সাহায্য করার জন্য আনা হয় নাই। সেখানে শতাধিক হেভি মেশিনগান পাওয়া গেছে। রকেট লঞ্চার পাওয়া গেছে। গ্রেনেড পাওয়া গেছে। এসএমজি পাওয়া গেছে, এলএমজি পাওয়া গেছে। নারায়ণগঞ্জের পুলিশই সেটা উদ্ধার করেছে। রূপগঞ্জের অস্ত্রগুলো কার জন্য আনা হয়েছে প্রশ্ন করে শামীম ওসমান বলেন, এই স্থান দিয়ে দেশের প্লেন উড়ে। এখান দিয়েই আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে উড়ে যান। এই জায়গা দিয়ে অনেক নীচু দিয়ে বিমান উড়ে যায়।

ওরা কি করতে চায় প্রশ্ন করে শামীম ওসমান আরো বলেন, ওদের টার্গেট একটাই। আর সেটা হচ্ছে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা। তিনি বলেন, সমস্ত্র শক্তি, সমস্ত ষড়যন্ত্রকারী এক হয়েছে। তাদের এখন একটাই উদ্দেশ্য। তারা শেখ হাসিনাকে ধ্বংস করতে চায়। তাদের উদ্দেশ্য একটাই, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশের সামনের দিকে এগুনোটা স্তব্ধ করতে চায়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭ 
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।