ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘ষোড়শ সংশোধনী বাতিলে রিস্টোরের সুযোগ পেলো বিএনপি’  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
‘ষোড়শ সংশোধনী বাতিলে রিস্টোরের সুযোগ পেলো বিএনপি’  

ঢাকা: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের অভজারভেশনে গর্তে থাকা বিএনপিকে রিস্টোরের সুযোগ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। 

রোববার (১৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড : দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব।

তোফায়েল আহমেদ বলেন, এই রায়ের পর বিএনপি গর্ত থেকে উঠে দাঁড়ালো। সরকারের পদত্যাগের কথা বলা শুরু করলো। এই অবজারভেশনে লেখা হয়েছে বিএনপি যাতে রাজনীতি করতে পারে। তারা যে খারাপ অবস্থায় আছে, সেটিকে রিস্টোর করতেই এই অবজারভেশন দেওয়া হয়েছে বলেই মানুষ মনে করে। ’ 

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে মন্ত্রী বলেন, ‘ইমপিচমেন্ট নিয়ে আপনারা বলতে পারেন, আমরা সংশোধনীতে যা করেছি সেটা নিয়ে বিতর্ক হতে পারে। রায়ের অবজারভেশনে কী বললেন? সংসদকে বললেন নন ফাংশনাল, ইমম্যাচিউরড। যারা এ ধরণের কথা বলে তারাও পরিপক্ক না।

মন্ত্রী বলেন, আমরা রাষ্ট্রপতি নিয়োগ দেই, তিনি বিচারপতি নিয়োগ দেন। আমি প্রধান বিচারপতির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অসম্মান করবো না। আপনি অবজারভেশনে যা লিখলেন সেটা কোনো কথা হলো? একক ব্যক্তির নেতৃত্বের কথা বললেন, বঙ্গবন্ধুর বাইরে ২-৪টা লোকের কথা বলতে পারবেন যারা স্বাধীনতার জন্য জেল কেটেছেন, ফাঁসির সামনে গিয়েছেন?’

বিএনপি রায় নিয়ে বক্তব্য শুরু করায় আওয়ামী লীগও জবাব দিতে শুরু করেছে মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, যে টকশোগুলো হয় সেখানে বিএনপির বেশি জানা লোকদের রেখে বিপরীতে আওয়ামী লীগের যারা কম জানে তাদের রাখা হচ্ছে।  

শনিবার রাতের এক টকশোতে সংবিধান প্রণেতা কামাল হোসেনের বক্তব্যের সমালোচনা করে তোফায়েল বলেন, বিচারকদের ইমপিচমেন্টের কথা তারাই লিখেছিলেন। এখন বলছেন ভারতে-যুক্তরাজ্যে নেই এটি। অথচ যুক্তরাজ্যে, ভারতে, যুক্তরাষ্ট্রে সেটি আছে। কামাল হোসেন চতুরতার সঙ্গে অবাস্তব কথা বলেছেন। ’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কামাল হোসেন আর্টিকেল সেভেনটি নিয়ে জিজ্ঞেস করলে নেশাগ্রস্ত মানুষের মতো কথা বললেন। সদুত্তর দিতে পারেননি। কারণ অ্যামিকাস কিউরি হিসেবে তো তিনি এটির বিরোধিতা করেছেন। এরা বুদ্ধিমান চতুর। ’ 

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাঈদ, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ১৩,২০১৭
এমএসি/বিএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।