ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে আ.লীগের সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ফেনীতে আ.লীগের সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফেনী-০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী নিজ বাড়ির পাশে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

 
 
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিজাম উদ্দিন হাজারী।  

এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, হাফেজ আহম্মদ, অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, তপন চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র আলা উদ্দিন,পরশুরামম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার, সোনাগাজী পৌরসভা মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ছাগলনাইয়া পৌরসভা মেয়র মো. মোস্তফা প্রমুখ।  

এ সময় ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনসহ আরওবেশ কয়েকজন নেতা-কর্মীকে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭ 
এসএইচডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।