ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরের ৫৭ ওয়ার্ডে আ’লীগ নেতার গরু বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
গাজীপুরের ৫৭ ওয়ার্ডে আ’লীগ নেতার গরু বিতরণ গাজীপুরের ৫৭ ওয়ার্ডে আ’লীগ নেতার গরু বিতরণ

ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের ৫৭টি ওয়ার্ডে নিজ অর্থায়নে দেড়শো গরু বিতরণ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

‌সোমবার (১৪ আগস্ট) ‌নিজ বাসভবন থেকে সব ওয়ার্ড ও থানা শাখার মিলাদ মাহফিলের জন্য এসব গরু বিতরণ করেন তিনি।

গরু বিতরণ অনষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অ‌ভিন্ন। তি‌নি সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন জাতিকে। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

‌মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, শোকের আগস্ট মাস বাঙালি জা‌তিকে স্মরণ ক‌রিয়ে দেয় ভয়াবহ ই‌তিহাসের কথা। যে ই‌তিহাস বাংলাদেশকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা। সব প্র‌তিকূলতা মোকাবেলা করে দেশ এখন এ‌গিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সব ওয়ার্ডের সভাপ‌তি সাধারণ সম্পাদকসহ বি‌ভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপ‌স্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭ 
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।