ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শালিখায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
শালিখায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার শাবলাট গ্রামে আব্দুর রহমান নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৪ আগস্ট) রাতে তাকে কুপিয়ে আহত করা হয়। এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

আব্দুর রহমান একই এলাকার বাসিন্দা।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার রাত ৮টার দিকে আব্দুর রহমান স্থানীয় চৈত্রবাড়ি বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি শাবলাট এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাবলাট গ্রামে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। যার এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় তালঘড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ মণ্ডল।  অপর পক্ষের নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন। এর আগেও দুইপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটেছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।