ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ীতে পথশিশুদের মধ্যে ছাত্রলীগের খাবার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
রাজবাড়ীতে পথশিশুদের মধ্যে ছাত্রলীগের খাবার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন গণপরিষদ সদস্য ও গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী হেদায়েত হোসেনের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা ছাত্রলীগ এ আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী।

এসময় উপস্থিত আরও ছিলেন-জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক আবুল হোসেন শিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।