ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

তারেককে দেশে এনে বিচারের সম্মুখীন করা হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
তারেককে দেশে এনে বিচারের সম্মুখীন করা হবে

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর রমনা থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
 
মন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়া।

তিনি আরেকটা দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করছেন। আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
 
২১ আগস্ট গ্রেনেড হামলাসহ প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার প্রতিটি ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।
 
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা একের পর এক চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আমরা সফল হবো। তাকে বিচারের মুখোমুখি করতে পারবো।
 
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।