ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হালুয়াঘাটে বন্যা দুর্গতদের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
 হালুয়াঘাটে বন্যা দুর্গতদের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ বন্যার্তদের মধ্যে বিএনপি নেতাদের ত্রাণ বিতরণ

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে বিএনপি।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে হালুয়াঘাটের গাঙিনা ব্রিজ থেকে ট্রলার যোগে  নড়াইল ইউনিয়নের পূর্ব নড়াইল,খামার বাড়িসহ বিভিন্ন স্থানে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

এ সময় খামার বাড়ি এলাকায় এক পথসভায় বন্যার্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এমরান সালেহ প্রিন্স বলেন, সুখে,দুঃখে জনগণের পাশে বিএনপি ছিলো,আছে এবং থাকবে।

তিনি সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে বিনা মূল্যে সার, বীজ, কীটনাশক ও ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত বদরুল কবির,কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন ফকির,যুবদল, বিএনপি নেতা আনোয়ার হোসেন,আবুল কাশেম,ময়মনসিংহ জেলা তাঁতী দলের সহ যুগ্ম আহ্বায়ক এখলাস উদ্দীন বিএসসি,তাঁতী দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক আকিকুল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল গণি,মসজিউজ্জামান,যুবদল নেতা এমরান জাহিন সুমন,জরিরুল ইসলাম বাদশা,আব্দুল মোতালেব,হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের সহ সভাপতি মোশারফ হোসেন,যুগ্ম সসম্পাদক আবদুল্লাহ আল ওয়ারেস মাসুদ,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হেলাল,জাসাস সহ সভাপতি দিদার মন্ডল,যুবদলের নড়াইল ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ মাস্টার প্রমুখ।

বাংলাদশে সময়: ২০১৪ ঘণ্টা, ১৮ আগস্ট, ২০১৭
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।