ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নুর সোহাগকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১৮ আগস্ট) রাতে চর ফলকন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহাগ উপজেলার চর ফলকন ইউনিয়নের আয়ুবনগর এলাকার আবু তাহেরের ছেলে। তিনি পেশায় পল্লি চিকিৎসক।

দলীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে সোহাগের নেতৃত্বে হাজিরহাট বাজারে পোস্টার লাগানো হয়। শনিবার সকালে আনন্দ মিছিলের পরিকল্পনা করায় পুলিশ তাকে আটক করে।

তবে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।