ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
জয়পুরহাট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারির মৃত্যু প্রয়াত জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুছার রহমান

জয়পুরহাট: জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুছার রহমান ইন্তেকাল করেছেন।

শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইউনুছার রহমান জয়পুরহাট পৌরসভার হাড়াইল মহল্লার বাসিন্দা ছিলেন।

তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে  ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি।  

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন- জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলী হাসান মুক্তা, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা, জেলা ছাত্রদলের সহসভাপতি তৈয়বুর রহমান রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।