ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
সিরাজগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

রোববার (২০ আগস্ট) দুপুরে শহরের লেবুর মোড়ে চর চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিল চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চর চিথুলিয়া গ্রামের সুরুত জামালের ছেলে সোহাগ (১৫), আলী শেখের ছেলে হাসান শেখ (১৯) ও হাফিজুলের ছেলে আকরামকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ভুঁইয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, বিদ্যালয়ের একটি কক্ষে এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচন প্রক্রিয়া চলছিল। এসময় ভোটকেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নান ও আবু তালেবের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সিনিয়র
নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।