ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘মুক্তিযুদ্ধ কোনো রেডিও’র ঘোষণায় হয় নাই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
‘মুক্তিযুদ্ধ কোনো রেডিও’র ঘোষণায় হয় নাই’ তিতুমীর কলেজ আয়োজিত শোক দিবসের আলোচনায় আসাদুজ্জামান নূর/ ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বছরের পর বছর কারাগারে থেকে সাড়ে ৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ অত সহজে হয় নাই, এটা কোনো রেডিও’র ঘোষণাতে হয় নাই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, ঘোষণা এক জিনিস আর কাগজে লিখে দেওয়ার পর পাঠ করা আরেক জিনিস। কাগজে লিখে দিলে খবর পড়া যায়।

মুক্তিযুদ্ধ অতো সহজ কোনো বিষয় না।

রোববার (২০ আগস্ট) বিকেলে সরকারি তিতুমীর কলেজ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় সভায় এসব কথা বলেন মন্ত্রী।  

তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু হায়দার নাছেরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, ১৯তম শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ড. নাসিমা বেগম, প্রফেসর আশরাফ হোসেন, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম ডলার, সাধারণ সম্পাদক মানিক হোসেন।

আসাদুজ্জামান নূর বলেন, এখন অনেকেই মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বির্তক করেন। অনেকে বলেন, ১২/১৪ বছরের বাচ্চা কীভাবে মুক্তিযোদ্ধা হয়। তখন ১২ বছরের শিশু মুক্তিযোদ্ধা হতেই পারে, অবশ্যই হতে পারে। আমার কাছে প্রমাণ আছে। তখন এই শিশুরা বাজারের ব্যাগে করে বাঙালি ক্যাম্প থেকে ভারতের ক্যাম্পে গ্রেনেড নিয়ে যেত। তখন যদি সে মারাও যেতে পারতো।

মন্ত্রী বলেন, অনেকেই বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সংগ্রামের কথাগুলো অস্বীকার করেন। যারা এসব কথা বলেন তারা ইতিহাসকে অস্বীকার করেন, তারা বাংলাদেশের অস্তিত্বকেই স্বীকার করেন না। যারা এটা করেন ইতিহাসে তাদের অবস্থান মীর জাফরের মতো হবে।  

দলমতের পার্থক্য থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধুর ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হতেই হবে বলে জানান সংস্কৃতি মন্ত্রী।

তিনি আরও বলেন, এই উপমহাদেশের রাজনীতি ছিলো আশরাফদের (সম্ভ্রান্ত বংশ) জন্য। আর আমরা আতরাফ রাজাদের পেছনে ঘুরতাম। বঙ্গবন্ধুই প্রথম আতরাফদের রাজনীতি করার সুযোগ করে দেন। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করলে মহাকাব্যে পরিণত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।