ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইবিতে গ্রেনেড হামলার প্রতিবাদে র‌্যালি-সভা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
ইবিতে গ্রেনেড হামলার প্রতিবাদে র‌্যালি-সভা

ইবি: ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক সেলিম তোহার নেতৃত্বে এ প্রতিবাদ র‍্যালি শুরু হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এদিকে গ্রেনেড হামলার প্রতিবাদে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এছাড়া সকাল সাড়ে এগারটায় ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে একটি মিছিল বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।