ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

২১ আগস্ট স্মরণে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
২১ আগস্ট স্মরণে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজশাহী: ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেণী, সহ-সভাপতি মীর ইকবাল, সৈয়দ শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন প্রমুখ।  

এদিকে পবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল এবং সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, পবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন।

এছাড়া বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে বিকেলে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।