ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধান বিচারপতির মুখপাত্রের ভূমিকায় বিএনপি: কাদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
প্রধান বিচারপতির মুখপাত্রের ভূমিকায় বিএনপি: কাদের আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মুখপাত্রের ভূমিকায় বিএনপি অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২২ আগস্ট) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।

সেতুমন্ত্রী বলেন, আজকে সুপ্রিমকোর্টের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর বিএনপির  ব্যারিস্টার মওদুদ, মির্জা ফখরুল যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে মনে হচ্ছে তারাই প্রধান বিচারপতির ‘স্পোক্সম্যান’। তারাই মনে হয় প্রধান বিচারপতির মুখপাত্র। তাদের ইস্যু মাঠে মারা যায়, একবার এক একটা নিয়ে আসে যখন ব্যর্থ হয়, তখন আরেকটা আনে। যদি এইখান থেকে ফয়দা লুটা যায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রায়ের পর আপনারাই বাংলাদেশের রাজনীতিতে অশুভ খেলা শুরু করেছেন। আমরা রাজনীতির অশুভ খেলা খেলতে যাই নি। আমরা আইনগতভাবে বিষয়টিকে নিয়েছি। রিভিউর জন্য আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আপনারা প্রধান বিচারপতির দফতরে লাথি মেরেছেন। এ অপমান আমরা প্রধান বিচারপতিকে করিনি। করবো না। আমরা লিগ্যাল ওয়েতে আছি। দলের অবস্থান সরকারের অবস্থান প্রধানমন্ত্রী গতকাল তুলে ধরেছেন। এখানে কোনো ধরনের ধমক হুমকি নেই। যুক্তির ভাষা ছিলো শক্তি প্রয়োগের ভাষা ছিলো না।

নির্বাচন নিয়ে ষড়যন্ত মোকাবেলায় ছাত্রলীগকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির অতীত কলঙ্কের জন্য নির্বাচনে তাদের জনগণ ভোট দেবে না। আগামী নির্বাচনে আপনাদের বলার মতো কিছু নেই। তাদের উন্নয়ন অজর্ন দেখানোর মতো কিছুই নেই। এজন্য জনগণ তাদের ভোট দেবে না।

এজন্যই তারা একটার পর একটা ষড়যন্ত্র করছে। একেকবার একেক ইস্যু। বর্তমানে আদালত ইস্যু ধরেছে। আদালতের ইস্যু নিয়ে রঙ্গিন খোয়াব দেখছেন, এ রঙ্গিন স্বপ্ন অচিরেই ভেঙে যাবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।