ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে জামায়াত সেক্রেটারিসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
রাজশাহীতে জামায়াত সেক্রেটারিসহ আটক ২

রাজশাহী: জামায়াতের রাজশাহী মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ সিদ্দিক হুসাইন ও অফিস সহকারী আহসান হাবীব ফিরুকে বিনোদপুর এলাকা থেকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) ভোরে তাদের আটক করা হয় বলে মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি জানান, বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক নাশকতার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে ওইসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান মতিহার থানার এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, তাদের আটকের নিন্দা জানিয়ে বুধবার দুপুরে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মাহনগর শাখাল আমির প্রফেসর এম আবুল হাশেম ও নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মাদ সেলিম। তারা অবিলম্বে আটকদের মুক্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।