ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে দৌগাছী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ঝিনাইদহে দৌগাছী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ঝিনাইদহ: নাশকতার মামলায় ঝিনাইদহ সদর উপজেলার দৌগাছী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বাবুল হোসেন মৃধাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) দিনগত রাত সাড়ে দশটার দিকে ওই এলাকা থেকে মৃধাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মৃধা উপজেলার পুটিয়া গ্রামের আকতার হোসেন মূধার ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, দু’টি নাশকতা মামলার আসামি বাবুল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি ওই এলাকায় অবস্থান করছেন। এসময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।