ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পাইকারি হারে কথা বলছেন প্রধান বিচারপতি: আমু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
পাইকারি হারে কথা বলছেন প্রধান বিচারপতি: আমু  মানববন্ধন-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পাইকারি হারে কথা বলছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ যুব মহিলালীগ এ মানববন্ধনের আয়োজন করে।

আমু বলেন, প্রধান বিচারপতি হঠাৎ করেই সংসদ নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। তাকে মনে রাখতে হবে আওয়ামী লীগ ঠুনকো দল নয়। কোনো সামরিক জান্তার পকেট থেকে এ দলের সৃষ্টি হয়নি।  

মন্ত্রী বলেন, শোকের মাস আসলেই ষড়যন্ত্রকারীরা নড়েচড়ে বসে। নতুনভাবে পানি ঘোলা করার চেষ্টা করে। পাকিস্তানের উদাহরণ দিয়ে প্রধান বিচারপতি ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন।  

এ সময় আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, আপনি যাদের খুশি করার জন্য এসব কথা বলছেন তারা আপনার বন্ধু নয়, শত্রু। তাদের চিহ্নিত করুন। বঙ্গন্ধুর নেতৃত্বেই আমরা দেশ স্বাধীন করেছি।

তিনি প্রধান বিচারপতির ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণের অসঙ্গতিপূর্ণ কথাগুলো প্রত্যাহার করার আহ্বান জানান।  

একই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, বিবেক হচ্ছে মানুষের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ মানুষের বিবেকে কুঠারাঘাত করেছে। মহিলা সংসদ সদস্যদের নিয়ে কটূক্তি করায় দেশের নারী সমাজ আজ ক্ষুব্ধ।

প্রধান বিচারপতির সংসদ নিয়ে পর্যবেক্ষণ বিএনপি-জামায়াতকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।  

যুব মহিলালীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার ও যুব মহিলালীগের সহ-সভাপতি জাকিয়া হোসেন মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমএসি/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।