ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুর মহানগর জামায়াতের আমিরসহ গ্রেফতার ২

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
রংপুর মহানগর জামায়াতের আমিরসহ গ্রেফতার ২

রংপুর:রংপুর মহানগর জামায়াতের আমির মাহবুবুর রহমান বেলালসহ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রংপুর শহর থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ থানায় একাধিক মামলা রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মহানগর জামায়াতের আমির মাহবুবুর রহমান বেলাল এবং মহানগর জামায়াতের অন্যতম নেতা শফিকুল ইসলাম। বিশৃঙ্খলা সৃষ্টিসহ নানা ধরণের নাশকতার সাথে জড়িত ছিলেন জামায়াতের এই দুই নেতা। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কামারপাড়া এলাকায় বেলালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট এলাকা থেকে গ্রেফতার করা হয় শফিকুল ইসলামকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।