ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যাত্রাবাড়ীতে আ’লীগ কর্মীকে ছুরিকাঘাত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
যাত্রাবাড়ীতে আ’লীগ কর্মীকে ছুরিকাঘাত

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আহত আওয়ামী লীগ কর্মী বদর আজিমউদ্দিন (৫৩) তার নিজ বাসা এলাকায় ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। আজিমউদ্দিন রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়ার পূর্ব শেখদি, স্কুল রোডের বাসিন্দা।

স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে হাতে, পায়ে, মুখে, বুকে ও পিঠে আঘাত করেছে।

তার স্ত্রী জান্নাতুল নাহার বাংলানিউজকে জানান, তার স্বামী আওয়ামী লীগের একজন কর্মী। ২১ আগস্ট তিনি গ্রেনেড হামলায় আহত হন। তার দেহে এখনও বেশ কিছু স্পিন্টার রয়ে গেছে। এ জন্য চিকিৎসাও চলছে।  

বলেন, শুক্রবার ভোরে গ্রেনেড হামলা দিবস পালনে চাঁদপুর হাইমচরে এক অনুষ্ঠানে যোগ দিতেই তিনি বাসা থেকে বের হন। তখনই দুর্বৃত্তরা আক্রমণ করে। তিনি আক্রমণকারীদের চিনতে পরেছেন।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এজেডএস/কেজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।