ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জনগণ জিজ্ঞেস করে সরকার আর কত দিন আছে?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
জনগণ জিজ্ঞেস করে সরকার আর কত দিন আছে? আলোচনা সভা-ছবি-আনোয়ার হোসেন রানা

ঢাকা: সরকার অযথা চিৎকার করে বলছে, আদালত তাদের সব ক্ষমতা নিয়ে গেছে। আর আপনাদের চিৎকার শুনে লোকজন জিজ্ঞেস করছে এই সরকার আর কত দিন আছে? 

শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।  

সব ক্ষমতা সরকারের কাছেই আছে জানিয়ে তিনি বলেন, শুধু বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছ থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নেওয়া হয়েছে।

এছাড়া সব ক্ষমতা আপনাদের কাছেই আছে।  

গয়েশ্বর বলেন, এই সরকারের রাজনৈতিক চেহারা আমরা এবং মিডিয়া উন্মোচিত করতে না পারলেও সুপ্রিম কোর্টের রায়ে তা উন্মোচিত হয়েছে। একটা রায়ে এই সরকারের ভেতরের এবং বাইরের চরিত্র জনগণের সামনে এসেছে।

তিনি বলেন, আদালতের রায় কারো না কারো পছন্দ নাও হতে পারে। সেক্ষেত্রে রিভিউ করার সুযোগ থাকে। তা না করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য নেত‍ারা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

তিনি আরও বলেন, গত ২০ দিন ধরে আওয়ামী লীগের নেতারা যেভাবে গালিগালাজ থেকে শুরু করে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন তাতে তাদের আদালতের বারান্দায় থাকার কথা।

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আফিফা আশরাফী পাপিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।