ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধান বিচারপতির পদত্যাগ দাবি মহিলা আ’লীগের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
প্রধান বিচারপতির পদত্যাগ দাবি মহিলা আ’লীগের ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণের প্রতিবাদ জানিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগ দাবি করেছে মহিলা আওয়ামী লীগ।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রধান বিচারপতি এস কে সিনহার বিচার ও পদত্যাগে’র দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।  

কর্মসূচির প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে সৃষ্ট সংকট প্রধান বিচারপতিকেই নিরসন করতে হবে।

সমাধানের পথ তাকেই খুঁজে বের করতে হবে। ’

তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে পর্যবেক্ষণের নামে অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক অহেতুক বিভ্রান্তিমূলক কথা বলেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। যা সম্পূর্ণ পূর্বধারণাবসত হয়েছে বলে আমরা মনে করি। ’

‘এ রায়ে পর্যবেক্ষণের নামে যেসব অপ্রয়োজনীয়, অহেতুক কথা আনা হয়েছে, সে জায়গাটি আমাদের ব্যথিত করেছে। আমাদের অনুভূতিতে আঘাত হেনেছে। ’

এদিকে রায়ের পর্যবেক্ষণ নিয়ে প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসায় মহিলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম।

তিনি বলেন, বিএনপি আজকে সুপ্রিম কোর্টকে অপব্যবহার করে মিথ্যাচার করছে। তাদের ষড়যন্ত্রে সবাইকে সজাগ থাকতে হবে। আসুন যার যার অবস্থান থেকে প্রতিবাদ করি। ’

খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা রিজভী আহমেদ রায় নিয়ে মিথ্যাচার করছেন, বেহায়ার মতো কথা বলছেন। তাদের এখন আর কোনো লাজ লজ্জা নেই। বিএনপি এখন সুপ্রিম কোর্টকে ব্যবহার করে রাজনীতি করছে। ’

মানববন্ধনে সংগঠনটির সভাপতি মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন বলেন, ‘আমরা সিনহা সাহেবের পদত্যাগের দাবিতে রাজপথে এসেছি। যতদিন পদত্যাগ না করবেন আমরা রাজপথ ছাড়বো না। ’

এ সময় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার ক্রিকসহ আরও অনেকে বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এমইউএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।