ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘রায় পরিবর্তনে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ ব্যাংক-এনবিআর’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
‘রায় পরিবর্তনে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ ব্যাংক-এনবিআর’  রুহুল কবির রিজভী-ছবি-বাংলানিউজ

কুড়িগ্রাম: ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে সরকার। মন্ত্রী থেকে শুরু করে সরকার দলীয় নেতারা পর্যন্ত মানববন্ধন করছেন। তারা প্রেস ব্রিফিং করে প্রধান বিচারপতিকে গালাগালি করছেন’।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় মাদ্রাসা মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘এনবিআর ও বাংলাদেশ ব্যাংককে দিয়ে প্রধান বিচারপতিকে চাপ দেওয়া হচ্ছে।

যেন প্রধান বিচারপতি তার জায়গা থেকে সরে এসে রায় পরিবর্তন করেন। তবে মানুষ বিশ্বাস করেন- চাপের মুখেও প্রধান বিচারপতি অটল থাকবেন’।

রিজভী বলেন, ‘পৃথিবীর সভ্য কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের নজির নেই। কেউ অসন্তুষ্ট থাকলেও রায়কে মেনে নিতে হয়। যারা সর্বোচ্চ আদালতের রায় মানেন, তারাই সভ্য। সরকার সভ্যতার আলোকবর্তিকা হতে চায় না। অন্ধকারকে দীর্ঘস্থায়ী করতে চায় বলেই আজ সর্বোচ্চ আদালতের রায় ও প্রধান বিচারপতিকে আক্রমণ করছেন’।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ফাউন্ডেশনের মনিটর আফজাল হোসেন সবুজসহ জেলার নেতারা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।